করোনা আক্রান্ত পরিচালক কাজী হায়াৎ হাসপাতালে
খ্যাতিমান পরিচালক, অভিনেতা কাজী হায়াৎ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গত ১১ মার্চ। আজ মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
পরিচালক সমিতির সদস্য কবিরুল ইসলাম রানা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাজী হায়াৎ করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার অবস্থার উন্নতি হচ্ছিল না। আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
করোনা শনাক্তের আগ পর্যন্ত ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন কাজী হায়াৎ।
তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বীর’। শাকিব খান অভিনীত ‘বীর’ তার পরিচালিত ৫০তম সিনেমা।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত চিত্র পরিচালক কাজী হায়াৎ
Comments