একদিনে আরও ২৬ মৃত্যু, গতকালের চেয়ে শনাক্তের হার কমেছে ১.১৯ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৫৯৭ জন।
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৫৯৭ জন।

গতকাল সোমবারও করোনায় আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।  

একই সময়ে অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ৭১৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক ২৯ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৬০ হাজার ৮৮৭ জনে দাঁড়াল।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও নয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, আট জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব রয়েছেন ১৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৪ হাজার ৪৭৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৩ লাখ তিন হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৩ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

আরও পড়ুন-

দেশে দ. আফ্রিকাসহ করোনার ১২ স্ট্রেইন শনাক্ত

উদ্বেগজনক: আজ শনাক্তের হার ৯.৪৮ মৃত্যু ২৬

বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্তের হার

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬.২৬ শতাংশ, মৃত্যু ১২

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬.৬২ শতাংশ, মৃত্যু ১৩

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫.৮২ শতাংশ, মৃত্যু ৬

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫.৯৮ শতাংশ, মৃত্যু ৭

আজ শনাক্তের হার আরও বেড়েছে

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪.৯৮ শতাংশ, মৃত্যু ১৪

দেশে করোনার সংক্রমণ আবার বাড়ছে, স্বাস্থ্যবিধি মানার আহ্বান বিশেষজ্ঞদের

যুক্তরাজ্যের স্ট্রেইন দেশে শনাক্ত: ‘দেরিতে জানিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারছি’

শনাক্তের হার ঊর্ধ্বমুখী: সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের

করোনার নতুন স্ট্রেইন: করছি কী, করণীয় কী

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago