কেমব্রিজ পদ্ধতির ‘ও’, ‘এ’ লেভেল পরীক্ষা এপ্রিলে না নেওয়ার নির্দেশ
ইংরেজি মাধ্যমের কেমব্রিজ পদ্ধতির ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। দেশে করোনা মহামারি অনুকূলে না আসায় শিক্ষার্থী-শিক্ষকদের সুরক্ষায় এসব পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগামী এপ্রিল মাস থেকে এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পাবলিক পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। অন্যদিকে যুক্তরাজ্য এবং আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও কেমব্রিজ পদ্ধতির পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের দেশেও এপ্রিল মাসে এই পরীক্ষা না নেওয়াই যুক্তিসঙ্গত।
Comments