ভিসির বিরুদ্ধে ১০১টি অনিয়মের অভিযোগে পাবিপ্রবি শিক্ষকের অনশন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে ১০১টি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে একাই প্রতীকী অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল আলিম। অনশন থেকে তিনি উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন।
আজ মঙ্গলবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহকারী অধ্যাপক ড. এম আব্দুল আলীম এই কর্মসূচি পালন করেন।
উপাচার্যের বিরুদ্ধে ১০১টি অভিযোগের মধ্যে রয়েছে চলমান প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের নানা অনিয়ম, বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম, আর্থিক অনিয়ম, শিক্ষকদের হয়রানিসহ নানা অভিযোগ।
ড. আব্দুল আলিম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, যোগদানের পর থেকেই উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী ক্ষমতার অপব্যবহার করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও ভিন্নমত পোষণ কারীদের নানা ভাবে হয়রানি করেন।
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন, কেন তিনি অনশন করছেন তা উনিই ভালো বলতে পারবেন। তার এসব কর্মকাণ্ডের কথা ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। এ ব্যাপারে সরকার যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।
Comments