হজযাত্রীদের করোনা টিকা নিতে হবে: ধর্ম মন্ত্রণালয়
এ বছর হজের জন্য সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধিত ৬০ হাজার ৭০৬ জন হজ যাত্রীদের করোনা টিকা নিতে হবে।
হজের আগাম প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
এতে বলা হয়, হজে গমনেচ্ছু ১৮ থেকে ৪০ বছর বয়সী চার হাজার ৮৩৩ জন এবং ৪০ বছরের বেশি বয়সী ৫৫ হাজার ৮৭৩ জনকে মার্চ মাসের মধ্যে করোনা টিকার প্রথম ডোজ ও মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।
এতে আরও বলা হয়, হজে গমনেচ্ছুদের টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, ঠিকানা ও অন্যান্য তথ্যের সঙ্গে হজ লাইসেন্স নম্বর, এজেন্সির নাম উল্লেখ থাকবে।
হজে যেতে হলে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক জানিয়ে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি গেজেটও প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Comments