দিনাজপুরে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
দিনাজপুরের হাকিমপুরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোতালেব হোসেন (৪০) ও ইসমাইল হোসেন (৩২)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহেদ জানান, আজ মঙ্গলবার বিকেলে পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে হাকিমপুর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।
মামলার নথি থেকে পুলিশ জানায়, অভিযুক্তরা গত ৪ মার্চ বাড়ি থেকে তুলে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে।
ওসি ফেরদৌস ওয়াহেদ জানান, মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Comments