সুন্দরবনে বাঘের আক্রমণে বাওয়ালির মৃত্যু

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি এলাকায় বাঘের আক্রমণে আবুল কালাম (৫৫) নামে এক বাওয়ালির মৃত্যু হয়েছে। সহযোগীদের সঙ্গে গোলপাতা কাটার সময় আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বন বিভাগ এ তথ্য নিশ্চিত করে মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে।
আবুল কালাম শ্যামনগর উপজেলার ছোটকুপোট গ্রামের বাসিন্দা ছিলেন।
কালামের ছেলে মহসীন হোসেন জানান, তার বাবা অন্য শ্রমিকদের সঙ্গে ১৬ দিন আগে সুন্দরবনে যান। গতকাল মঙ্গলবার পায়রাটুনি এলাকায় গোলপাতা কাটার সময়ে রয়েল বেঙ্গল টাইগার তার বাবার ওপর আক্রমণ করে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, ২৭ দিনের অনুমতি নিয়ে বনে প্রবেশের ১৬ দিনের মাথায় আবুল কালাম বাঘের আক্রমণের শিকার হন। তার সঙ্গীরা মরদেহ উদ্ধার করেছে।
বন বিভাগের আইন অনুযায়ী নিহতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
Comments