সব ভারতীয়দের হিরো বঙ্গবন্ধু: মোদি

নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ‘সব ভারতীয়দের হিরো’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার টুইটারে মোদি বলেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।’

মোদির টুইটার পোস্ট। ছবি: টুইটার থেকে নেওয়া

আগামী ২৬-২৭ মার্চ দুই দিনের বাংলাদেশ সফরে আসবেন নরেন্দ্র মোদি। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদি।

করোনা মহামারির পরে এটিই হবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম আন্তর্জাতিক সফর।

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago