চট্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মো. হাশেম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আগ্রাবাদে সড়ক ও জনপথ অফিসের পাশে জামবুড়ি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার এএএম হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে একদল যুবক রাঙ্গিপাড়ায় মোটরবাইক স্টান্ট স্ট্রিট শো-এর আয়োজন করে। অনুষ্ঠানের জন্য একটি মিনি ট্রাকে মাইক ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। রাস্তা বন্ধ করে শো করায় স্থানীয় যুবকরা আটকা পড়েন। এ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে মো. হাশেম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া পরে তার মৃত্যু হয়।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘হাশেমের বাড়ি নগরীর ডাবল মুরিং থানা এলাকার রাঙ্গিপাড়ায়। তিনি সাউন্ড সিস্টেম ভাড়া দিয়েছিলেন। এই ঘটনার পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১৫ জনকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago