'বয়স নয়, পারফরম্যান্স দিয়ে রিয়ালকে বিচার করা উচিত'
লুকা মদ্রিচ, টনি ক্রুস, মার্সেলো, সের্জিও রামোস, করিম বেনজেমা, নাচো ফের্নান্দেজদের মতো এক ঝাঁক তারকা খেলোয়াড়দের বয়স ৩০ ছাড়িয়েছে। কারো কারো তো ৩৫-ও পেরিয়েছে। স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদের এ দলটিকে 'বুড়ো' বলে নানা সমালোচনা করছেন অনেকেই। তবে কোনো খেলোয়াড়ের বয়স দিয়ে নয়, পারফরম্যান্স দিয়ে বিচার করা উচিত বলে মনে করেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও রামোস।
ইনজুরি কাটিয়ে ফের দলে ফিরেছেন রিয়াল অধিনায়ক। আর আগের দিন চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক জয় রেখেছেন মুখ্য ভূমিকা। গোলও করেছেন। তাতে ইতালিয়ান ক্লাব আতালান্তাকে ৩-১ গোলে হারায় লস ব্লাঙ্কোসরা। প্রথম লেগের ১-০ গোলের জয়ে সবমিলিয়ে ৪-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে দলটি।
কথিত এই বুড়োদের নিয়ে এমন দারুণ পারফরম্যান্সের পর সমালোচনার জবাব দেন রামোস, 'কেউ আমাদের বয়স দিয়ে বিচার করতে পারে না। করা উচিত পারফরম্যান্স দিয়ে। এটাই সবার দেখা উচিত। সবশেষে আপনি যদি অনেক বছর নিজের যত্ন নিয়ে ব্যয় করেন... যখন আপনি চারা লাগাবেন তখন আপনি ফসল পাবেনই। কেউ কাউকে বয়স দিয়ে বিচার করতে পারে না। আমরা সবাই আমাদের সেরা পারফরম্যান্স করার চেষ্টা করি। লোকজনের পারফরম্যান্স দেখা উচিত।'
আগের দিন আতালান্তার বিপক্ষে তিন জন সেন্টার ব্যাক নিয়ে ৩-৫-২ পদ্ধতিতে খেলেছে রিয়াল। রামোসের সঙ্গে রাফায়েল ভারানে ও নাচো ফের্নান্দেজ খেলেন সেন্টার ব্যাক হিসেবে। যদিও স্বাভাবিকভাবে ৪-৩-৩ পদ্ধতিতে খেলে আসছিল দলটি। মূলত প্রথম লেগে এগিয়ে থাকায় ফিরতি লেগে রক্ষণভাগে জোর দেয় দলটি। আর জিদানের নতুন পরিকল্পনার সঙ্গে ভালোভাবেই খাপ খাইয়ে নিয়েছিল তারা।
তবে শুরুতে মাঝ মাঠের প্রাধান্য ইতালিয়ান দলটিরই ছিল বেশি। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় দলটি। রামোসের ভাষায়, 'দিনশেষে, আপনাকে দলের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। আমরা জানতাম না তারা এভাবে আসলে এবং চাপ দিবে। তবে আমরা তিন সেন্টার ব্যাক নিয়ে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ নিয়ে নেই। আমাদের আক্রমণভাগের গতির কারণে আমরা জানতাম আমি কাউন্টার অ্যাটাকে খুবই বিপজ্জনক হয়ে উঠবো। এটা খুব ভালো কাজ করেছে কারণ তারা খুব বেশি বিপদ সৃষ্টি করতে পারেনি।'
Comments