দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং দলে ফারিহা
দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা। দলের ইমাজিং হলেও খেলবেন জাতীয় দলের প্রায় সবাই। ২২ সদস্যদের দলকে নেতৃত্ব দেবেন কিপার ব্যাটার নিগার সুলতানা জ্যোতি।
ফারিহা এবার আলোয় আসেন বাংলাদেশ গেমসে। বাংলাদেশ নীল দলের হয়ে প্রথম ম্যাচেই বাংলাদেশ লাল দলকে ধসিয়ে নেন ১৪ রানে ৬ উইকেট। সেই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন এই তরুণী।
জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার রুমানা আহমেদ, জামানারা আলম ও সালমা খাতুনকেও খেলানো হচ্ছে এই সিরিজে।
পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ২৮ মার্চ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ওইদিন সোজা তারা চলে যাবে সিলেটে। সেখানে হবে প্রথম কোভিড-১৯ পরীক্ষা।
হোটেল রোজভিউতে ৩১ মার্চ পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে তারা। দ্বিতীয় কোভিড-১৯ পরীক্ষার পর ঘটবে মুক্তি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজে। একই মাঠে সিরিজের বাকি হবে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল।
বাংলাদেশ ইমার্জিং দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), রুবাইয়া হাইদার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজাহা হক পিংকি, সুরাইয়া আজমিন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা, খাদিজা তুল কুবরা, রুমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার, পান্না ঘোষ।
Comments