নিউজিল্যান্ডে দুই ভূমিকায় দলের কাজে লাগছেন ভেট্টোরি
স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশের সঙ্গে চুক্তি ড্যানিয়েল ভেট্টোরির। করোনাভাইরাসের কারণে তার সেবা থেকে অবশ্য বেশ কয়েক দিন ধরে বঞ্চিত ছিল বাংলাদেশ। এবার নিজ দেশ নিউজিল্যান্ডে তাকে পাওয়া গেছে দুই ভূমিকায়। এমনটাই জানালেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ১০০ দিনের চুক্তিতে ভেট্টোরিকে নিয়োগ দেয় বাংলাদেশ। প্রতিদিনের জন্য করসহ তার পারিশ্রমিক ৩ হাজার মার্কিন ডলার।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের কোয়ারেন্টিন শেষ হওয়ার পর কুইন্সটাউনে দলের সঙ্গে যোগ দেন ভেট্টোরি। ডমিঙ্গো বৃহস্পতিবার জানান, সাবেক এই কিউই ক্রিকেটারের কাছ থেকে পাওয়া যাচ্ছে সেখানকার নতুন সব তথ্য, ‘ড্যানিয়েলকে (ভেট্টোরি) পাওয়া দারুণ ব্যাপার। গত এক বছর ধরে আমাদের সঙ্গে সে কাজ করছে। যদিও করোনার কারণে তাকে টানা পাওয়া যায়নি। তার অভিজ্ঞতা আর জ্ঞান পাওয়া দারুণ ব্যাপার। কেবল ভেন্যু নিয়ে না, (নিউজিল্যান্ডের) কিছু খেলোয়াড় নিয়েও।’
আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনে ৭০৫ উইকেটের সঙ্গে ৭ হাজারের কাছাকাছি রান আছে ভেট্টোরির। টেস্ট ৮ নম্বর পজিশনে করেছেন ইতিহাসের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি। ডমিঙ্গো বলেন, এসব অভিজ্ঞতা মাথায় রেখে কেবল স্পিনারদের নিয়ে পড়ে না থেকে ব্যাটসম্যানদের জন্যও কাজ করছেন ভেট্টোরি, ‘আমাদের কয়েজন বোলার ও ব্যাটসম্যানকে নিয়ে সে কাজ করছে। আমরা জানি, নিউজিল্যান্ডের হয়ে ড্যান কতটা ভালো ব্যাটসম্যান ছিল। দলের মধ্যে যে শক্তি আর সতেজতা সে নিয়ে এসেছে, তা এতদিন ছিল না।’
Comments