খুলনায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ আসামির যাবজ্জীবন

খুলনায় ১০ বছর আগে ওষুধ ব্যবসায়ীকে হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনায় ১০ বছর আগে ওষুধ ব্যবসায়ীকে হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন।

এ ছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে আদালত মুক্তি দিয়েছেন। বিচারিক আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ফরিদ মোল্লা, মেজবাহ মোল্লা, মোরতোজা ও টুটুল। এই মামলায় মোস্ত মোল্লা, সেলিম শিকদার, নাসির শিকদার, মেহেদী মোল্লা ও শহীদুল শিকদারকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এদের মধ্যে মোরতোজা ও মেহেদী পলাতক।

আদালত সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ১৫ আগস্ট রাতে আসামিরা খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখকে কুপিয়ে আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফিরোজ শেখের মৃত্যুর পরে তার ছোট ভাই হিরু শেখ ৩০ জনের নাম উল্লেখ করে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৬ ডিসেম্বর ১৫ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

28m ago