এককভাবে কেউই সর্বকালের সেরা খেলোয়াড় নন: লেভানদভস্কি
সর্বকালের সেরা খেলোয়াড় কে? এ নিয়ে তর্কের শেষ নেই। হালের লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে এ তর্কটা বেশি করে থাকেন তাদের সমর্থকরা। ভালোবেসে তাদের 'গোট' বলে ডাকেন তারা। কিন্তু এককভাবে কাউকে সেরা খেলোয়াড় মানেন না বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানদভস্কি।
বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লাৎসিওর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। ম্যাচের প্রথম গোলটি আসে লেভানদভস্কির পা থেকে। এর আগে প্রথম লেগের ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। তাতে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখে তারা।
মূলত লেভানদভস্কির জাদুকরী পারফম্যান্সে এগিয়ে যাচ্ছে দলটি। গত মৌসুমে তার নৈপুণ্যেই চ্যাম্পিয়ন্স লিগসহ বার্সেলোনার পর ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে হেক্সা জয় করে বায়ার্ন। লেভানদভস্কি জিতেছেন ফিফা ও উয়েফার সেরা পুরস্কার। ব্যালন ডি'অর বাতিল না হলে হয়তো পেতেন সেটাও।
সবমিলিয়ে সাম্প্রতিক সময়ে মেসি ও রোনালদোর যোগ্য প্রতিদ্বন্দ্বী লেভানদভস্কি। আর দারুণ ছন্দে থাকা এ তারকাকে 'গোট' প্রসঙ্গে প্রশ্ন করেন বিশ্বকাপ জয়ী সাবেক জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথিয়াস। স্পোর্টসবিল্ডের সে সাক্ষাৎকারে লেভা বলেন, 'এককভাবে কোনো খেলোয়াড়ই সর্বকালের সেরা খেলোয়াড় নন।'
আর নিজের মন্তব্যের পেছনে যুক্তিও তুলে ধরেন এ পোলিশ তারকা, 'আপনি একজন খেলোয়াড়কে বেছে নিতে পারেন না। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের খেলোয়াড় এসেছে। গত ১০-১৫ বছরে হয়তো লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও রোনালদিনহোরা খেলেছেন কিন্তু এর আগে রোনালদো ছিলেন। সবসময়ই অবিশ্বাস্য মেধাবী কিছু খেলোয়াড় ফুটবল খেলেছেন যারা আমাদের বিনোদন দিয়েছে। চ্যাম্পিয়ন তারাই যারা কঠিন পরিস্থিতিতে সবকিছু সহজ করে দিতে পারে।'
তবে নিজে কার খেলা পছন্দ করেন প্রসঙ্গে শৈশবে ডুব দেন লেভানদভস্কি, 'আমার ঠিক মনে আছে, আমার বয়স যখন ছয় বছর তখন আমার একজন আদর্শ ছিলেন, রবার্তো ব্যাজিও। তার খেলা আমি খুব পছন্দ করতাম। পরে আলেসান্দ্রো দেল পিয়েরোর ফুটবলে আমার রোল মডেল হয়েছিলেন, আমি তার খেলাও পছন্দ করি। একসময় আর্সেনালের কিংবদন্তি থিয়েরি অরিঁও প্রিয় হয়ে উঠেছিল।'
Comments