বরিশালে জাটকা বিক্রি ও পরিবহনের দায়ে ১১ জনের কারাদণ্ড

বরিশালের সোনালী আইসক্রিমের মোড় থেকে জাটকা পরিবহন ও বিক্রয়ের দায়ে ১১ জনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও চার জনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল
স্টার অনলাইন গ্রাফিক্স

বরিশালের সোনালী আইসক্রিমের মোড় থেকে জাটকা পরিবহন ও বিক্রয়ের দায়ে ১১ জনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও চার জনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

এ সময় ৪০০ মন জাটকা আটক করা হয় বলে জানান তিনি।

তিনি জানান, আজ সকালে তালতলা থেকে এসব জাটকা মাছ নগরীর বিভিন্ন বাজারে দিতে সোনালী আইসক্রিমের মোড় থেকে যাচ্ছিল। এসময় তাদের সন্দেহমূলকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে জাটকা বিক্রির কথা স্বীকার করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান ১১ জনকে ৭ দিনের কারাদণ্ড, দুই জনকে ৫ হাজার টাকা ও দুই জনকে ৩ হাজার করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন।

Comments