মানিকগঞ্জ

ছাত্রলীগ নেতা মিরু হত্যাকাণ্ড: আদালতে আরও ২ জনের স্বীকারোক্তি

মানিকগঞ্জের ছাত্রলীগ নেতা ফারুক হোসেন মিরু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে আরও দুজন স্বীকারোক্তি দিয়েছেন।
ফারুক হোসেন মিরু। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ছাত্রলীগ নেতা ফারুক হোসেন মিরু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে আরও দুজন স্বীকারোক্তি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ দুজন হলেন- সিংগাইরের চর নয়াডাঙ্গী গ্রামের কাজী কাউছার (১৮) এবং চর আজিমপুর গ্রামের মো. হাবিবুল্লাহ ওরফে রাকিব (১৮)।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মোহাম্মদ হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘গত বুধবার অভিযান চালিয়ে ওই দুজনকে জনকে আটক করে সিংগাইর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং ঘটনার বিষয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের তথ্যেরভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গত ১ মার্চ স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়িতে অনুষ্ঠান শেষে রাত ১টার দিকে বাড়ি ফিরছিলেন ফারুক হোসেন মিরু। এসময় উপজেলা পরিষদের সামনে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। গত, মঙ্গলবার (২ মার্চ) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফারুক হোসেন মিরু সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিংগাইর কলেজের সাবেক ভিপি ছিলেন।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Govt uncertain of Hasina's whereabouts: Foreign Adviser

"We inquired with Delhi and with the United Arab Emirates, no one has been able to provide official confirmation," said the adviser

6m ago