বাগেরহাটে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-গুলি, আটক ৪
বাগেরহাটের সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডেমা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সজীব তরফদার ও আহেদ মোস্তফা বাপ্পী শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সকালে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শফিন মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রাতে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এর সঙ্গে কারা জড়িত তা আমরা খতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ইতোমধ্যে চার জনকে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। একটি বন্দুক উদ্ধার করা হয়েছে, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বাপ্পী শেখ বলেন, ‘গতকাল আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি সমর্থকদের নিয়ে দোয়া চাইতে সজীবের বাড়িতে গেলে তার সমর্থকরা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। আমার সমর্থক রুহুল আমিন গাজী, নওশের শেখ, মাহফুজ শেখ, রবিউল, অনিক, মিকাইল, হেলাল গাজী, মিলন শেখ, বেলাল শেখ, হৃদয়, রিন্টু তরফদার গুলিবিদ্ধ হয়েছেন।’
এ অভিযোগ অস্বীকার করে সজীব তরফদারের ভাই সোহেল তরফদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাপ্পী শেখ তার সমর্থকদের নিয়ে সজীবকে হত্যার উদ্দেশ্যে আমাদের বাড়িতে এসেছিল। তারা গুলি চালায়। তাদের হামলা আমার মা সাকিনা আক্তার বুলু, রিপন তরফদার, মেহেরুন বেগম, সোহেল ও সুজা তরফদার আহত হন।’
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম বলেন, ‘হাসপাতালে যারা রয়েছেন তাদের দেহে ব্লেড বা লোহা দিয়ে টানার মতো ক্ষত রয়েছে। অনুমান করা হচ্ছে, এটি শটগানের গুলি হতে পারে।’
Comments