মাদারীপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৪ আসামি কারাগারে
মাদারীপুরে দশম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালের এ ঘটনায় আজ শুক্রবার গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠান আদালত।
ভুক্তভোগী ছাত্রী বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ছাত্রীর বাবা মাদারীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলায় মাদারীপুর সদর উপজেলার আব্দুর রহমান আকনকে (২৬) প্রধান আসামি করা হয়েছে। বাকি তিন আসামি হলেন, রাবিক মুনশি, মুরাদ সরদার এবং হোটেল ব্যবস্থাপক আলাউদ্দিন কবিরাজ।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান পাভেল বলেন, ‘ওই ছাত্রী শারীরিক নির্যাতনের শিকার। ভুক্তভোগীর আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে সাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছি।’
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, ‘মূল অভিযুক্তসহ ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করেছি। আজ সকাল সাড়ে ১১টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
Comments