শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা: মানিকগঞ্জ-বরিশালে বিক্ষোভ-মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হেফাজতে ইসলামের সমর্থকদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মানিকগঞ্জ ও বরিশালে বিক্ষোভ-মানববন্ধন করে তীব্র নিন্দা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, মানিকগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল মণ্ডল, যুব মহাজোট জেলা শাখার সভাপতি বিকাশ রাজবংশী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নোয়াগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বরিশালেও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। সকাল ১০টায় প্রগতিশীল ছাত্রজোট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদী মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে।
বাসদ’র জেলা ও মহানগর ইউনিট আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী।
এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জের হামলা পরিকল্পিত হামলা। এই হামলা নিবৃত্তি করতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের সঙ্গে হেফাজতের আঁতাতের কারণেই একের পর এক সাম্প্রদায়িক হামলা হলেও, এর একটিরও বিচার হচ্ছে না।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরী প্রদক্ষিণ করে।
আরও পড়ুন:
শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা: গ্রেপ্তার ২২
হেফাজত নেতা মামুনুলকে গ্রেপ্তারের দাবি
সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হেফাজত সমর্থকদের হামলা
শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় মামলা
‘আওয়ামী লীগে কি সাম্প্রদায়িক লোকজন ঢুকে গেছে?’, প্রশ্ন ঢাবি ছাত্রলীগ সভাপতির
Comments