মিয়ানমারে বিবিসির সংবাদকর্মী আটক

মিয়ানমারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বার্মিজ ভাষা বিভাগের সংবাদকর্মী অং থুরাকে আটক করা হয়েছে।
বিবিসির সংবাদকর্মী অং থুরা। ছবি: ছবি বিবিসির সৌজন্যে

মিয়ানমারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বার্মিজ ভাষা বিভাগের সংবাদকর্মী অং থুরাকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, রাজধানী নেপিদোর কোর্ট ভবনের বাইরে কাজ করার সময় সাধারণ পোশাকধারীরা সাংবাদিক অং থুরাকে তুলে নিয়ে যায়।

বিবিসির এক বিবৃতিতে বলা হয়েছে, অং থুরার ব্যাপারে তারা উদ্বিগ্ন এবং তিনি কোথায় আছেন তা জানতে সাহায্য চেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, বিবিসির অং থুরা ছাড়াও স্থানীয় নিউজ পোর্টাল মিজিমার সাংবাদিক থান টিকে অংকে আটক করা হয়েছে।

দুপুরের দিকে একটি গাড়িতে এসে সাধারণ পোশাকধারীরা অং থুরার সঙ্গে দেখা করতে চান। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি বিবিসি।

বিবৃতিতে বিবিসি জানিয়েছে, ‘মিয়ানমারে সব কর্মীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে বিবিসি। আমরা অং থুরাকে খুঁজে পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার অবস্থান জানতে এবং তিনি নিরাপদে আছেন এটা নিশ্চিত করতে আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছি।’

আরও পড়ুন:

ভারতে পালিয়ে গেছেন মিয়ানমারের ৪ শতাধিক নাগরিক, অধিকাংশই পুলিশ 

মিয়ানমারে তাইওয়ানের সব প্রতিষ্ঠানকে নিজ দেশের পতাকা টাঙানোর পরামর্শ

মিয়ানমারে গতকাল নিহত ৩৯, দুই জেলায় সামরিক আইন জারি

মিয়ানমারে এক দিনে নিহত ১৩, সেনাশাসনের বিরুদ্ধে ‘বিপ্লবের ডাক’

অভ্যুত্থান মেনে না নেওয়ার আহ্বান সু চির

যে কারণে সু চিকে সরিয়ে ক্ষমতা নিলো সেনাবাহিনী

‘সু চি সরকারের বেশিরভাগ ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই ছিল’

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় বিশ্ব সম্প্রদায়

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের ৭০ হাসপাতালে কর্মবিরতি

মিয়ানমারে ফেসবুক বন্ধ

মিয়ানমারে সেনাবিরোধী ব্যতিক্রমী প্রতিবাদ

মিয়ানমারে এবার ইন্টারনেট বন্ধ

অভ্যুত্থানের প্রতিবাদ, সু চির মুক্তির দাবিতে মিয়ানমারে বিক্ষোভ

মিয়ানমারে বিক্ষোভ দমনে জলকামান, গ্রেপ্তার

মিয়ানমারে বিক্ষোভে গুলিবিদ্ধ তরুণী আইসিইউতে

মিয়ানমারে অভ্যুত্থানের প্রতিবাদে টোকিওতে বিক্ষোভ

মিয়ানমারে অভ্যুত্থান: বিক্ষোভকারীদের ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের হুঁশিয়ারি

মিয়ানমারে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে সাইবার যুদ্ধ, সরকারি ওয়েবসাইট হ্যাক

মিয়ানমারে সেনাবিরোধী মিছিলে পুলিশের গুলি, নিহত ২

ধর্মঘটে অচল মিয়ানমার

মিয়ানমারে অভ্যুত্থান: সামরিক বাহিনীর হুমকি উপেক্ষা করে বিক্ষোভ

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৭

‘কত লাশ দরকার’

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, আজ নিহত ৯

মিয়ানমারে বিক্ষোভ: একদিনে নিহত ৩৮, আন্দোলন থামছে না

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে কূটনীতিকদের বিদ্রোহ

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ১৮

আজ মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৭

মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ৫ বিক্ষোভকারী নিহত

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

57m ago