টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শেখ মেহেদীর অভিষেক

ডানেনিডের মাঠ ব্যাট করার জন্য বেশ ভালো হওয়ায় টস জিতলে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে সাজানো একাদশে অভিষেক হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের।

ডানেনিডের মাঠ ব্যাট করার জন্য বেশ ভালো হওয়ায় টস জিতলে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সর্বশেষ খেলা ওয়ানডে থেকে বাংলাদেশ একাদশে এসেছে একাধিক বদল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন নম্বরে নেমে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত বাদ পড়েছেন। তার জায়গায় সাত নম্বর থেকে ফের টপ অর্ডারে ফিরেছেন সৌম্য সরকার। অধিনায়ক অবশ্য আগেই সৌম্যের উপরে খেলার আভাস দিয়েছিলেন।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে একটি বদল অনুমিতই ছিল। তার জায়গায় ওয়ানডে দলে যোগ দেওয়া মোসাদ্দেক হোসেন সৈকত চোটে থাকায় বিবেচনায় আসেননি। ফলে অভিষেক হয়েছে শেখ মেহেদীর। একাদশে জায়গা ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজও।

মোস্তাফিজুর রহমানের সঙ্গে দুই পেসার হিসেবে খেলছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। 

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।

Comments