শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার প্রধান আসামি ইউপি সদস্য শহীদুল গ্রেপ্তার
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হেফাজতে ইসলাম সমর্থকদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীনকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ শনিবার ভোররাতের দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। এ ছাড়াও, গতকাল রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শহীদুল দিরাই উপজেলার সরমংগল ইউনিয়নের সদস্য। শহীদুল স্থানীয়ভাবে ইউনিয়ন যুবলীগ নেতা বা ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত হলেও তার সঙ্গে যুবলীগের কোনো সম্পৃক্ততা নেই বলে ডেইলি স্টারকে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।
তিনি বলেন, ‘ওই উপজেলায় এবং শহীদুলের অন্তর্ভুক্ত সব ইউনিয়ন ও ওয়ার্ডে দীর্ঘদিন থেকেই যুবলীগের কোনো কমিটি নেই। আর শহীদুল যুবলীগের নেতা বা কর্মীও নন। তিনি যুবলীগের নেতা হিসেবে লিখছেন বা বলছেন, কেউ নিজে থেকে দাবি করলেই যুবলীগ নেতা হতে পারে না।’
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার ২২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার হামলার পর বৃহস্পতিবার শাল্লা থানায় দুইটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় শহীদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করে মোট দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন:
শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা: গ্রেপ্তার ২২
হেফাজত নেতা মামুনুলকে গ্রেপ্তারের দাবি
সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হেফাজত সমর্থকদের হামলা
শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় মামলা
‘আওয়ামী লীগে কি সাম্প্রদায়িক লোকজন ঢুকে গেছে?’, প্রশ্ন ঢাবি ছাত্রলীগ সভাপতির
Comments