স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, এমআইএস পরিচালক করোনায় আক্রান্ত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান ও ডিজির ব্যক্তিগত সহকারীর (পিএস) করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. খুরশীদ আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান ও ডিজির ব্যক্তিগত সহকারীর (পিএস) করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন।

তিনি বলেন, ‘ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম ও এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের করোনা শনাক্ত হয়েছে। তারা নিজ বাসায় আইসোলেশনে আছেন। ডিজির পিএস ও তার পরিবারের সদস্যদেরও করোনা শনাক্ত হয়েছে।’

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

13h ago