সিরাজগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে ওরাওঁ সম্প্রদায়ের এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার গৃহশিক্ষকের বিরুদ্ধে। এলাকাবাসীর গণধোলাইয়ে আহত ঐ গৃহশিক্ষককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে তাড়াশ থানা পুলিশ। বর্তমানে তিনি সেখানেই পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গ্রেপ্তার গৃহশিক্ষক এক কলেজ শিক্ষার্থীকে বাসায় গিয়ে পড়াতেন। গত বৃহস্পতিবার রাতে ঐ শিক্ষার্থীর মা-বাবা তাদের চায়ের দোকানে কাজ করছিলেন। এটাকে সুযোগ হিসেবে নিয়ে ঐ গৃহশিক্ষক তাকে ধর্ষণ করে।’
তিনি আরও বলেন, ‘এ সময় ঐ শিক্ষার্থীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।’
এ ঘটনায় গতকাল বিকেলে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঐ গৃহশিক্ষকের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ওসি জানান, পুলিশ অভিযুক্ত ঐ গৃহশিক্ষককে হাসপাতালে গ্রেপ্তার করেছে এবং সেখানেই পুলিশি হেফাজতে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আজ ঐ শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে বলেও যোগ করেনি তিনি।
Comments