নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে হোসেন মেম্বার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকাল ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শনিবার দুপুরে ওই কিশোরীর মা বাদি হয়ে একটি মামলা করেছেন। বিকাল ৪টার দিকে হোসেন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও জানান, কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে আদালতের মাধ্যমে হোসেন মেম্বারকে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
Comments