চট্টগ্রামে মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা
চট্টগ্রাম বন্দরনগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা করা হয়েছে।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাস্ক না পরায় আমরা ৩০ জনকে মোট চার হাজার ৫০০ টাকা জরিমানা করেছি এবং সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করেছি।’
Comments