‘প্রধানমন্ত্রীর কাছে সবিনয় প্রশ্ন, ত্বকী হত্যার অভিযোগ গঠন ৮ বছরেও হয়নি কেন’

Tawki.jpg
জাতীয় জাদুঘরে ত্বকীর ২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ত্বকী জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ছবি: স্টার

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবিনয় প্রশ্ন রেখেছেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি প্রশ্ন করেছেন, ‘ত্বকী হত্যার অভিযোগ গঠন আট বছরেও হয়নি কেন?’

আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব মিলনায়তনে ত্বকীর ২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ত্বকী জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন করেন।

এই শিক্ষাবিদ বলেন, ‘আজ আমি দারুণ ক্ষোভ এবং বেদনা নিয়ে দাঁড়িয়েছি। সংবিধানের ৭ (১) ধারা প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রের মালিক জনগণ। সরকার নয়, প্রধানমন্ত্রী নন, রাষ্ট্রপতিও নন। তারা জনগণের জন্যই দায়িত্ব পালন করেন মাত্র। নাগরিকরা সার্বভৌম, কিন্তু সরকারি কর্তাব্যক্তিরা সার্বভৌম নন। এটাই আইনের ব্যাখ্যা। কিন্তু এই ব্যাখ্যা আজ প্রশ্নবিদ্ধ।’

সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের যে রাষ্ট্র, তা কি আদর্শ রাষ্ট্রের নমুনা? মানুষ খুন হলে খুনির বিচার হয়, এক্ষেত্রে প্রধানমন্ত্রীকে অভিনন্দন তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের  বিচার করেছেন। আপনার কাছে অনুরোধ আপনি সব হত্যার বিচারের নিশ্চয়তা দিন। সাগর-রুনী হত্যার প্রতিবেদন ৭৯ বার পিছিয়েছে, গিনেস বুকের রেকর্ডে চলে গেছে।’

আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কি সুয়োমোটো রুল জারি করতে পারেন না, এই তদন্ত প্রতিবেদন কেন এতোবার পিছিয়ে যায়, আদালত রাজি হন কী করে? তনু হত্যার পাঁচ বছর, ত্বকী হত্যার আট বছর হয়ে গেল, পুলিশ-র‌্যাব এবং বিচার বিভাগ কী ভূমিকা পালন করছে, সেটি আমি জানতে চাই। আমি আমার জীবনের নিরাপত্তা চাই।’

‘আমি খুন হয়ে গেলে বিচার পাব কি না, ত্বকী হত্যার আসামিরা চিহ্নিত, তারপরেও অভিযোগ গঠন হয়নি। এই দেশের সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আমার সবিনয় প্রশ্ন, ত্বকী হত্যার অভিযোগ গঠন আট বছরেও হয়নি কেন? তা জানতে চাই’, বলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, শিক্ষাবিদ শওকত আরা হোসেন এবং লেখক শফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Comments

The Daily Star  | English

All customs houses open this weekend to clear backlog

All customs houses across the country will remain open for import and export activities this weekend – today and tomorrow..The customs policy wing of the National Board of Revenue (NBR) yesterday issued directives to the customs houses in Chattogram, Dhaka, Benapole, Mongla, Customs House

38m ago