করোনাভাইরাস

বিশ্বে মৃত্যুর সংখ্যা ২৭ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে অনেক দেশে তৃতীয় ঢেউ শুরু হয়েছে। যা শুরুর মহামারির চেয়ে আরও আশঙ্কাজনক হয়ে উঠতে পারে। জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়া ইতোমধ্যে মারা গেছেন ২৭ লাখ নয় হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৯৪ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।
রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে ওডিন্টসোভোতে করোনাকালীন চিকিৎসাকর্মীদের সম্মানে নির্মিত মুরাল। ছবি: রয়টার্স

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে অনেক দেশে তৃতীয় ঢেউ শুরু হয়েছে। যা শুরুর মহামারির চেয়ে আরও আশঙ্কাজনক হয়ে উঠতে পারে। জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়া ইতোমধ্যে মারা গেছেন ২৭ লাখ নয় হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৯৪ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।

আজ রবিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের বাংলাদেশ সময় সকাল নয়টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৮৪১ জন এবং মারা গেছেন ২৬ লাখ নয় হাজার ১৭৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৯৪ লাখ ৮২ হাজার ৩৫৭ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৮২ হাজার ৩০২ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৪১ হাজার ৯০৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের দেশ ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১৭ লাখ ৮০ হাজার ৮২০ জন, মারা গেছেন দুই লাখ ৮৭ হাজার ৪৯৯ জন। সুস্থ হয়েছেন এক কোটি তিন লাখ ৮৩ হাজার ৪৯৬ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৫৯ জন, মারা গেছেন দুই লাখ ৯২ হাজার ৭৫২ এবং সুস্থ হয়েছেন এক কোটি ৪৭ লাখ ছয় হাজার ৮০ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে আছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৯৭ হাজার ৮২৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮৭ হাজার ৯১০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৯ হাজার ২৬৯ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৬৮ হাজার ৭০৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৬৬৮ জন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago