ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ফরিদপুরের মধুখালী ও ভাঙ্গা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত তিন জন নিহত ও ১১ জন আহত হন।
করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাউসার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে মাঝকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা থেকে আসা ফরিদপুরমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারী ও একজন পুরুষের মৃত্যু হয়। আহত অবস্থায় মাইক্রোবাসের ১২ যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন। এখনো তাদের পরিচয় জানা যায়নি।’
ভোররাতে ভাঙ্গা উপজেলার আতাদি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এরা হলেন— উপজেলার শফিকুল ইসলামের ছেলে সাকিল খান (২১) ও আবু ফকিরের ছেলে রনি ফকির (২২)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ‘রাত আড়াইটার দিকে আতাদি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।’
Comments