ইমরান-কিঙ্করের একুশের বৈঠকখানা
বইমেলা উপলক্ষে চ্যানেল টোয়েন্টিফোরে ‘একুশের বৈঠকখানা’ নিয়ে দর্শকের মুখোমুখি হচ্ছেন সময়ের দুই লেখক আবদুল্লাহ আল ইমরান ও কিঙ্কর আহসান।
বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখক জীবনের গল্প নিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বটি প্রচারিত হয়েছে। শিল্প-সাহিত্য ও প্রকাশনা জগতের নানা গুণীজনের উপস্থিতিতে আয়োজনটি চলবে মেলার শেষদিন পর্যন্ত।
অনুষ্ঠানটির প্রযোজক আলেক্সজান্ডার মোহাম্মদ বলেন, ‘অনুষ্ঠানটির মোট ২৮টি পর্ব রেকর্ড করা হয়েছে। শিখা প্রকাশনীর পৃষ্ঠপোষকতায় প্রতিদিন বিকাল ৩টা ৪০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।’
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি আসবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান ও মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি সাজ্জাদ শরিফ, লেখক ও সাংবাদিক মুস্তাফিজ শফি, অনন্যার প্রকাশক মনিরুল হক, কবি ও কথাসাহিত্যিক মাহবুব আজিজ, মাসরুর আরেফীন ও শাহাদুজ্জামান, কবি চঞ্চল শাহরিয়ার, লেখক শাহনাজ মুন্নী, পাঞ্জেরীর প্রকাশক কামরুল হাসান শায়ক, লেখক মোহিত কামাল, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, কবি পিয়াস মজিদ, লেখক ইফতেখার মাহমুদ, কথা প্রকাশের প্রকাশক জসিম উদ্দিন, দ্য ডেইলি স্টার ডিজিটালের প্রধান তাজদিন হাসান, বাতিঘরের উদ্যোক্তা দীপংকর দাশ, প্রথম আলো ডিজিটালের জাবেদ সুলতান পিয়াস, লেখক সাদাত হোসাইন, টেন মিনিটস স্কুলের আয়মান সাদিক প্রমুখ।
Comments