সোমবার শুরু জাতীয় ক্রিকেট লিগ, সিলেট ছাড়া ‘হোম ম্যাচ’ পাচ্ছে সব বিভাগ
করোনাভাইরাসের কারণে লম্বা বিরতির পর জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ফিরছে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট। সোমবার দেশের চার ভেন্যুতে শুরু হচ্ছে ২২তম জাতীয় লিগ। ম্যাচ খেলতে ইতোমধ্যে ক্রিকেটাররা পৌঁছে গেছেন ভেন্যুতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আপাতত দুই রাউন্ডের সূচি দিয়েছে বিসিবি। প্রথম রাউন্ডে খেলা হবে খুলনা, বিকেএসপি, রাজশাহী ও বরিশালে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে রংপুর, কক্সবাজারের দুই ভেন্যু ও বিকেএসপিতে।
প্রতিটি বিভাগীয় দলই নিজ নিজ বিভাগে ম্যাচ পেলেও এই দুই রাউন্ডে সিলেট নিজেদের মাঠে ম্যাচ পাচ্ছে না। কারণ এই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নারী ইমার্জিং দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের ওয়ানডে সিরিজ আছে।
সোমবার (২২ মার্চ) প্রথম রাউন্ডে খুলনায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে সিলেট বিভাগ। বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা বিভাগের বিপক্ষে লড়বে রংপুর বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিকদের প্রতিপক্ষ চট্টগ্রাম। বরিশালে ঢাকা মেট্রো খেলবে স্বাগতিকদের বিপক্ষে।
দ্বিতীয় রাউন্ডের খেলা হবে ২৯ মার্চ থেকে ১ এপ্রিল। রংপুর ক্রিকেট গার্ডেনে স্বাগতিকরা লড়বে খুলনার বিপক্ষে। সিলেট ঢাকা বিভাগের বিপক্ষে খেলবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গ্রাউন্ডে। সেখানকার ১ নম্বর গ্রাউন্ডে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হবে ঢাকা মেট্রো। আর রাজশাহী-বরিশাল লড়বে বিকেএসপির ৩ নম্বর মাঠে।
দুই স্তরের জাতীয় লিগে প্রথম স্তরে আছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর। বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা মেট্রো খেলবে দ্বিতীয় স্তরে।
প্রথম দুই রাউন্ডের সূচি
রাউন্ড-১
তারিখ |
ম্যাচ |
টায়ার |
ভেন্যু |
---|---|---|---|
২২-২৫ মার্চ ২০২১ |
খুলনা-সিলেট |
০১ |
খুলনা |
২২-২৫ মার্চ ২০২১ |
ঢাকা-রংপুর |
০১ |
বিকেএসপি-৪, সাভার |
২২-২৫ মার্চ ২০২১ |
রাজশাহী-চট্টগ্রাম |
০২ |
রাজশাহী |
২২-২৫ মার্চ ২০২১ |
ঢাকা মেট্রো-বরিশাল |
০২ |
বরিশাল |
রাউন্ড-২
তারিখ |
ম্যাচ |
টায়ার |
ভেন্যু |
---|---|---|---|
২৯ মার্চ- ১ এপ্রিল |
খুলনা-রংপুর |
০১ |
রংপুর |
২৯ মার্চ- ১ এপ্রিল |
ঢাকা- সিলেট |
০১ |
কক্সবাজার-২ |
২৯ মার্চ- ১ এপ্রিল |
রাজশাহী-বরিশাল |
০২ |
বিকেএসপি-৩, সাভার |
২৯ মার্চ- ১ এপ্রিল |
ঢাকা মেট্রো-চট্টগ্রাম |
০২ |
কক্সবাজার-১
|
Comments