বোর্ড সভাপতির সঙ্গে কথা বলে সাকিব ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া: আকরাম

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বিস্ফোরক সব মন্তব্য নিয়ে বিসিবির প্রতিক্রিয়া কী?
Akram Khan
ফাইল ছবি: বিসিবি

শ্রীলঙ্কা সফরে যেতে না চাওয়ার আবেদন করে পাঠানো চিঠির ভুল ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন দাবি করে সমালোচনায় মুখর হয়েছেন দেশসেরা তারকা সাকিব আল হাসান। তিনি অভিযোগের আঙুল তুলেছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের দিকেও। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বিস্ফোরক সব মন্তব্য নিয়ে বিসিবির প্রতিক্রিয়া কী?

আকরাম জানিয়েছেন, এখনই কোনো বক্তব্য দিবে না বোর্ড। আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনসহ বৈঠকে করবেন তারা। রবিবার দ্য ডেইলি স্টারকে তিনি বলেছেন, ‘আজ আমরা কথা বলব না এ ব্যাপারে (সাকিব ইস্যুতে)। বোর্ড সভাপতির সঙ্গে আগে কথা বলব। মিটিং করব আমরা। মিটিংয়ের পর এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কথা বলব। প্রতিক্রিয়া জানাব আপনাদেরকে।’

আগের দিন রাতে একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক লাইভ অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে লম্বা সময় কথা বলেন সাকিব। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বারবার শুধু কথা হচ্ছে, আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। এটাই বলেছি।’

বিসিবির নতুন খেলোয়াড় তৈরি ও তাদের বিকাশের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন সাকিব, ‘আমাদের ক্রিকেট বোর্ডে বেশ কয়েকজন আছেন, যারা বাংলাদেশের হয়ে খেলেছেন। তবে (বিসিবি পরিচালক খালেদ মাহমুদ) সুজন ভাই ছাড়া তারা কেউ সেভাবে জড়িত নয়। সুজন ভাই এবং পাপন ভাইকে ২০১৯ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য কৃতিত্ব দিতে হবে। তবে কৃতিত্ব দেওয়ার মতো বোর্ডের আর কাউকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় না তারা ক্রিকেট নিয়ে বেশি কিছু ভাবেন।’

উল্লেখ্য, আগামী এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অংশ নিতে ছুটি নিয়েছেন সাকিব। ছুটি মঞ্জুর করার পর আবার তার সমালোচনাও করেছিলেন বোর্ড সভাপতি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago