করোনাভাইরাস

২৪ ঘণ্টায় মৃত্যু ২২ শনাক্ত বেড়ে ১০.২৯ শতাংশ

দেশে করোনাভাইরাস শনাক্তের হার গতকাল শনিবার ৯.৩৯ শতাংশ থাকলেও আজ আবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২৯ শতাংশে।
ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাস শনাক্তের হার গতকাল শনিবার ৯.৩৯ শতাংশ থাকলেও আজ আবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২৯ শতাংশে।

এর আগে গত শুক্রবার ও বৃস্পতিবারে শনাক্তের হার ছিল যথাক্রমে ১০ দশমিক ৪৫ ও ১০ দশমিক ০৪ শতাংশ। গত ১৭ মার্চ শনাক্তের হার ছিল সাত দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

তবে, গতকালের তুলনায় আজ কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এর আগের দিন মারা গেছেন ২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৬৯০ জন।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২১ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও দুই হাজার ১৭২ জনকে শনাক্ত করা হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ৮৬৮ জনকে শনাক্ত করা হয়েছিল। দেশে এখন পর্যন্ত পাঁচ লাখ ৭০ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও তিন জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, দুজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৩ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২২ হাজার ৪০৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৪ লাখ নয় হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬ শনাক্ত ৯.৩৯ শতাংশ

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago