জাতীয় লিগে এবার অন্তত ৮০০ রান করতে চান নাসির
অনেকদিন থেকেই জাতীয় দলের বাইরে নাসির হোসেন। এমনকি জাতীয় দলের বিবেচনায় আসার আশেপাশেও নেই তিনি। সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও ফিটনেসের অভাবে সুযোগ মেলেনি। এরমাঝে ব্যক্তিগত জীবনের ঘটনায় বিতর্ক খবর হয়ে আলোচনায় ছিলেন এই অলরাউন্ডার। সব আলোচনা ক্রিকেটের দিকে ঘুরিয়ে দিতে জাতীয় লিগে অনেক বড় লক্ষ্য ঠিক করেছেন তিনি।
জাতীয় লিগে নাসির খেলবেন রংপুর বিভাগের হয়ে। সোমবার প্রথম রাউন্ডে বিকেএসপিতে তাদের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। রোববার অনুশীলন সেরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই অলরাউন্ডার জানান, ফেরার টুর্নামেন্ট হিসেবে এই আসরে দারুণ কিছু করে দেখাতে মুখিয়ে তিনি, ‘এটা আমার কামব্যাক টুর্নামেন্ট। চেষ্টা থাকবে অন্ততপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। যেহেতু ৬টা ম্যাচ, ৬ ম্যাচে যেন অন্তত ৮০০ বা হাজার রান করতে পারি। এটাই আমার চেষ্টা থাকবে।’
গত বছর দেড়েকে প্রতিযোগিতা মূলক টুর্নামেন্ট বলতে নাসির খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের টি-১০ লিগে। এর আগে ফিটনেস পরীক্ষায় উৎরাতে না পারায় খেলা হয়নি বিবেচিত হননি বঙ্গবন্ধু টি-২০ কাপে। ফিটনেস এখন ঠিক থাকলেও মাথা থেকে ভয়টা দূর হয়নি বলে জানালেন টুর্নামেন্ট শুরুর আগের দিন, ‘ইনজুরি এখনো আমার মাথা থেকে পুরোপুরি যায়নি সত্যি বলতে। বলবো না এখনো একশ ভাগ ফিট। মনের মধ্যে ভয় কাজ করছে। চেষ্টা করছি শতভাগ ফিট হওয়ার জন্য। খেলার মাধ্যমেই ভয়টা কাটানো সম্ভব। খেলা আর জিম রানিংয়ের মাধ্যমে পুরোপুরি শেষ হওয়া সম্ভব (চোট)।’
সম্প্রতি বিয়ে নিয়েই বাধে নাসিরের জীবনে নতুন গোলমাল। অন্যের স্ত্রীকে আইনসম্মত বিচ্ছেদের আগেই বিয়ে করেছেন বলে অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তা নিয়ে সংবাদ সম্মেলন করেও ব্যাখ্যা দিয়েছিলেন। এবার বললেন মাঠের বাইরের ইস্যু খেলায় ফেলবে না কোন প্রভাব, ‘এখানে খেলতে আসলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং বোলিং করার সময় এসব চিন্তা থাকে না। আমি যা-ই করেছি আইনসম্মতভাবে করেছি। হয়ত সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব। এটুকুই শুধু বলি- আমরা এতটা গাধা না যে ডিভোর্স (কাগজ) না দেখে বিয়ে করব। আর কী বলবো আমি... দেখুন, আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি। ২-৩ জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতটাই অশিক্ষিত, একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে।’
Comments