সাকিব বোর্ডের বিপক্ষে এভাবে কথা বলতে পারেন না: দুর্জয়

সম্প্রতি হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বাংলাদেশের পাইপলাইনের খেলোয়াড় নিয়ে একটি অনলাইন পত্রিকার লাইভে ব্যাপক সমালোচনা করেছিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। তাতে অসন্তোষ প্রকাশ করেছেন এইচপি প্রধান নাইমুর রহমান দুর্জয়।
ছবি: সংগৃহীত

সম্প্রতি হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বাংলাদেশের পাইপলাইনের খেলোয়াড় নিয়ে একটি অনলাইন পত্রিকার লাইভে ব্যাপক সমালোচনা করেছিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। তাতে অসন্তোষ প্রকাশ করেছেন এইচপি প্রধান নাইমুর রহমান দুর্জয়।

লাইভে এসে বিসিবি কর্মকর্তাদের নিয়ে সাকিবের এমন সরাসরি আক্রমণ নিয়ে চলছে নানা বিতর্ক। ভক্ত-সমর্থকদের মধ্যেও নানা উদ্বেগ দেখা দিয়েছে। আর স্বাভাবিকভাবেই সাকিবের এমন কথায় বিরক্ত দুর্জয়, 'আমার জানা মতে বোর্ডের সঙ্গে সম্পৃক্ত বা চলমান কোন ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে বলতে পারে না। তো সেই ব্যাপারে বোর্ডে আলাপ আলোচনা করে এই ইস্যুগুলোর বিষয়ে প্রতিক্রিয়া আরো বড় পরিসরে আলোচনা করে দিব।'

বর্তমানে নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। সন্তানসম্ভবা স্ত্রীকে সঙ্গ দিতে এ সিরিজে নেই সাকিব। তবে এরপর শ্রীলঙ্কা সিরিজেও যাচ্ছেন না তিনি। আইপিএল খেলতে টেস্ট সিরিজ থেকে বোর্ডের কাছে ছুটি নিয়েছেন এ অলরাউন্ডার। তাতেও বেশ বিতর্ক হয়েছিল। জাতীয় দলের ম্যাচ না খেলে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যেতে চাওয়াটা পছন্দ করছেন না অনেকেই।

আর এ বিষয়টি পছন্দ হয়নি সাকিবের। দেশের পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার থাকলে হয়তো তাকে নিয়ে টানাহেঁচড়া হতো না। তাই এইচপির কাজ ঠিকভাবে হচ্ছে না বলে আগের দিন লাইভে তোপ দাগিয়েছিলেন সাকিব, 'শেষ ৪-৫ বছরে এইচপি থেকে কয়টা ক্রিকেটার তৈরি করেছে তা আমার জানা নেই... এর আগের দলগুলোতেও বেশ ভালো কিছু খেলোয়াড় ছিল। তাঁরা যেমন এইচপি-একাডেমির দলগুলোতে থাকবে, ওখান থেকে ভালো করে আসবে। তাদের তৈরি করার যে জায়গাটা- এইচপি বা একাডেমি এই জায়গাগুলোতে কি কাজটা করেছে গত ৪-৫ বছরে? যদি চেষ্টা করতো তাহলে তো খেলোয়াড় থাকতো।'

তবে এইচপি ঠিকভাবেই চলছে বলে মনে করেন দুর্জয়, 'আপনারা সবাই জানেন যে এইচপি চার-পাঁচ বছর আগে কোথায় ছিল এখন কোথায়, আমাদের অনূর্ধ্ব-১৯ এর ক্রিকেটাররা এইচপি হয়ে জাতীয় দলে কিন্তু বেশ কয়েকজন খেলেছে এবং পারফর্ম করেছে। তো সেটা কিন্তু আসলে একেবারেই খোলা একটা চিত্র।'

কদিন আগে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে এইচপি দলের সিরিজ জয়কে উদাহরণ টেনে সাকিবের কথার বিরোধিতা করেছেন দুর্জয়, 'দেখেন কয়েকজন জাতীয় ক্রিকেটার সমৃদ্ধ আয়ারল্যান্ড উলভসের সঙ্গে পুরো সিরিজটা জিতেছে। তো যখন ভালো করছে এইচপি তখন এই কথা বলা এই প্রশ্ন তোলা আমার কাছে খুব বিস্ময়কর। এর পেছনে কিছু আছে না কিনা আমি জানি না।'

Comments

The Daily Star  | English
interim government's dialogue with BNP

Reforms ahead of polls: BNP waits with cautious optimism

Having weathered a very difficult 15 years as de facto opposition, the BNP now wants only the essential reforms done to ensure free and fair polls.

14h ago