ভারতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৬৯৫১ মৃত্যু ২১২
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ হাজার ৯৫১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ২১২ জনের মৃত্যু হয়েছে। যা ২০২১ সালের একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একদিন আগে, দেশটিতে ৪৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছিল।
আজ সোমবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
ইন্ডিয়া টুডে জানায়, ভারতে গত চার দিন ধরে প্রতিদিন ৪০ হাজারের বেশি করোনা শনাক্ত হচ্ছে। এতে, দেশটির বিভিন্ন রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাত নিয়ে আশঙ্কা বাড়ছে।
আজ সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ড্যাশবোর্ড আপডেট করা হয়েছে। সেখানে এ তথ্য জানানো হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) বলেছে, রবিবার পর্যন্ত ২৩,৪৪,৪৫,৭৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৮০৬৫৫টি নমুনা একই দিনে পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, নতুন সংক্রমণের ৮৩.১৪ শতাংশ মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশ।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, গুজরাট এবং হরিয়ানা প্রতিদিনের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।
Comments