পিরলো-রোনালদো কাউকেই ছাড়ছে না জুভেন্টাস

ছবি: সংগৃহীত

টানা দশম লিগ শিরোপা জয়ের সামনে ছিল জুভেন্টাস। কিন্তু চলতি মৌসুমে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দলটি। আগের দিনও পুঁচকে বেনেভেন্তোর কাছে হেরে শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে গেছে দলটি। তাতে বেশ তোপের মুখে পড়েছেন কোচ আন্দ্রেয়া পিরলো। এমনকি দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও ছাড় পাচ্ছেন না। গুঞ্জন উঠেছে আগামী মৌসুমে তাদের ধরে রাখবে না দলটি। কিন্তু সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাব পরিচালক ফ্যাবিও পারাতিসি।

রোববার প্রতিপক্ষর মাঠে সিরি আর ম্যাচে বেনেভেন্তের কাছে ১-০ গোলে হারে জুভেন্টাস। এর আগে গত নভেম্বরে নবাগত এ দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল দলটি। সে ম্যাচে অবশ্য রোনালদো খেলেননি। কিন্তু আগের এ পর্তুগিজ তারকা খেলেও কিছু করতে পারেননি। উল্টো হার দেখতে হয় দলকে। আর এ হারে শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে পয়েন্টের ব্যবধান দাঁড়ায় ১০। যদিও লিগের এখন বাকী ১১ রাউন্ড।

কিন্তু শিরোপা ধরে রাখার পথটা যে বেশ কঠিন তা ভালোভাবেই টের পাচ্ছে ওল্ড লেডিরা। কিন্তু তার পরও কোচ পিরলোর আস্থা রয়েছে বলে জানান পরিচালক পারাতিসি, 'এই ম্যাচে হার আমাদের পরিকল্পনাকে পরিবর্তন করে দেবে না। আমরা আমাদের মতো চলতে চাই। এ পথ চলতে থাকবে। আমরা কি করছি তাতে আমরা অত্যন্ত দৃঢ়প্রত্যয়ী। আসুন আমরা এই পথেই থাকি।'

কোচ প্রসঙ্গে বলেন, 'আমরা আগের কোচেও অসন্তুষ্ট ছিলাম না। পরিবর্তন করার ভিন্ন কারণ ছিল, এটাই। দলের জয়-পরাজয় এ বিষয়টি নির্ধারণ করে না। কোথায় যেতে চান সে সম্পর্কে যদি আপনার একটি স্পষ্ট ধারণা থাকে, তাহলে আপনাকে সেই পথটি অনুসরণ করতে হবে। শেষে এটাই সঠিক হবে আমরা দেখব।'

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর থেকেই রোনালদোকে ছেড়ে দেওয়া গুঞ্জন চড়া। ধারণা করা হচ্ছে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যেতে পারেন এ পর্তুগিজ। মূলত জুভেন্টাসই তাকে ছেড়ে দিতে চায় বলে ফলাও করে লিখেছে ইতালিয়ান গণমাধ্যমগুলো। এ গুঞ্জনও উড়িয়ে দেন পারাতিসি, 'রোনালদো আমাদের দল রয়েছে। সে বিশ্বের সেরা এবং আমরা তাকে ধরে রেখেছি।'

Comments

The Daily Star  | English

Trump says Indonesia to face 19% tariff under trade deal

This is significantly below the 32 percent level the president earlier threatened

1h ago