কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে বাধা, চালককে খুন

কিশোরগঞ্জ সদরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

কিশোরগঞ্জ সদরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের আগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত মানিককে স্থানীয়রা সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

নিহত রিকশাচালক মানিক মিয়া (৫০) সদরের কাশোরারচর দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১০ টার দিকে কিশোরগঞ্জ শহরতলির শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে সদরের জালালপুর বাজারে যাওয়ার কথা বলে শামীম রিকশায় ওঠে। প্রায় আধাঘণ্টা পরে কাশোরারচর চৌরাস্তার মোড়ে পৌঁছালে মানিক মিয়া সামনে যেতে রাজি হননি। তবে, শামীমের চাপে যেতে রাজি হন। আগপাড়ার এলাকায় পৌঁছালে রিকশা ছিনতাইয়ের জন্য চালক মানিকের দুই পায়ে ছুরিকাঘাত করে শামীম। মানিক বাঁধা দেওয়ায় চেষ্টা করায় বুকের বামপাশে ছুরিকাঘাত করা হয়।

এসময় মানিকের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে অভিযুক্ত শামীম পালানোর চেষ্টা করেন। কিন্তু, স্থানীয়রা থেকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শামীমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

4h ago