ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে ট্রেনের ভাড়া এসি চেয়ারে ২৭০৫ টাকা

আগামী ২৭ মার্চ উদ্বোধন করা হবে ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত রুটের ট্রেন মিতালি এক্সপ্রেস। ট্রেনটির সর্বনিম্ন ভাড়া হবে এসি চেয়ারে দুই হাজার ৭০৫ টাকা।
আজ সোমবার রাজধানীর রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রেনটির বিভিন্ন তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম।
তিনি জানান, আপাতত ভারতীয় রেক দ্বারা সপ্তাহে দুই দিন এই ট্রেনটি চলাচল করবে। ঢাকা ক্যান্টনমেন্ট-চিলাহাটি-নিউ জলপাইগুড়ি রুটে সোম ও বৃহস্পতিবার এবং নিউ জলপাইগুড়ি-চিলাহাটি-ঢাকা ক্যান্টনমেন্ট রুটে রোব ও বুধবার চলাচল করবে ট্রেনটি।
ট্রেনটির ভাড়া হবে প্রতিটি এসি বার্থ চার হাজার ৯০৫ টাকা, এসি সিট তিন হাজার ৮০৫ টাকা ও এসি চেয়ার দুই হাজার ৭০৫ টাকা। তবে, পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে ভাড়া ৫০ শতাংশ কম।
আগামী ২৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রেনটি চলাচলের ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর পছন্দ ‘মিতালী এক্সপ্রেস’, ভারতের সম্মতিতে হবে চূড়ান্ত
Comments