কোমানের সেরা জন্মদিন উপহার, আলবা-গ্রিজমানেরও
আগের দিন রিয়াল সোসিয়াদের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। যে দলটির বিপক্ষে তাদের মাঠে গত এক দশকে ১৩ বার মুখোমুখি হয়ে মাত্র ৩টি ম্যাচ জিততে পেরেছিল তারা। বাকী ১০ ম্যাচের ৫টি হার ও ৫টি ড্র। এমন দলের বিপক্ষে ৬-১ গোলের জয় নিঃসন্দেহে দারুণ কিছু। তাও আবার দলের দুই খেলোয়াড় ও কোচের জন্মদিনে। তাও নিজেদের জন্য এটাই সেরা জন্মদিনের উপহার বলে জানালেন কোচ রোনাল্ড কোমান।
রোববার রাতে রিয়ালে অ্যারেনায় লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম গোলটি দলকে এগিয়ে দেন বার্থডে বয় গ্রিজমান। সে গোলটি আসে আবার আরেক বার্থডে বয় আলবার অ্যাসিস্ট থেকে। এরপর ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন সের্জিনো দেস্ত। জোড়া গোল পান দলের সেরা তারকা মেসিও। একটি গোল আসে উসমান দেম্বেলের পা থেকে। সবমিলিয়ে অসাধারণ জয়।
আর শিষ্যদের এমন আগ্রাসী জয় পাওয়ার পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত কোচ কোমান। এটাকেই জন্মদিনের সেরা উপহার বলে জানালেন ম্যাচ শেষে, 'নিঃসন্দেহে তারা আমাকে জন্ম দিনের সেরা উপহারটা দিয়েছে, যা তারা দিতে পারতো। আমি আলবা এবং গ্রিজমানের উপরও দারুণ খুশি, তাদের জন্যও দারুণ জন্মদিন উপহার। তারা দুর্দান্ত খেলেছে।'
'রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ছয় গোল দেওয়া অসাধারণ ব্যাপার। তারা আমাদের চাপে রাখতে চেয়েছে কিন্তু যখন তারা দেখেছে পারছে না, তখন তারা পিছিয়ে পড়ে। প্রথম গোলটা আমাদের শান্ত করে দেয় এবং দ্বিতীয়াটা প্রায় সিদ্ধান্তমূলক। আমরা নিজেদের সত্যিই একটি ভালো ধারণা দিয়েছি। বল ছাড়া আমার ম্যাচের চাপ সত্যিই খুব ভালভাবে নিয়েছি এবং আমরা খুবই কার্যকর ছিলাম।' - যোগ করেন কোমান।
বর্তমানে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে দলের বেশ কিছু খেলোয়াড়। সুস্থভাবে ছন্দ ধরে রেখে তাদের ফেরাটাই এখন প্রত্যাশা করছেন বার্সা কোচ, 'অনেক দীর্ঘ পথ যেতে হবে। এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি। অ্যাটলেটিকো শক্তিশালী, কিন্তু আপনি আলাভেসের বিপক্ষে দেখেছেন যে কোনো খেলা জেতা সহজ নয়। রিয়াল মাদ্রিদও লড়াইয়ে রয়েছে, আমরা তাদের ভুলতে পারি না। মৌসুমের শেষ পর্যন্ত এটা দারুণ একটি লড়াই হবে। আমি এখন প্রত্যাশা করছি সকল খেলোয়াড়রা কোনো সমস্যা ছাড়াই তাদের এই ফর্ম নিয়ে বিরতি থেকে ফিরবে।'
Comments