রাতে দেশে ফিরছেন সাকিব
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডে সিরিজ খেলতে গেলেও দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নেই তাদের সঙ্গে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই যুক্তরাষ্ট্রে পারি দিয়েছিলেন তিনি। তবে আজ (সোমবার) রাতেই দেশে ফিরছেন এই অলরাউন্ডার। বিষয়টি ডেইলিস্টারকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
দেশের ক্রিকেটে বরাবরই নানা বিতর্কে নাম জড়িয়েছে সাকিবের। এবারও তার কিছু মন্তব্যে উত্তাল ক্রিকেট অঙ্গন। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে খেলতে যাচ্ছেন না তিনি। আইপিএল খেলতে টেস্ট সিরিজ থেকে ছুটি নেন তিনি। এক চিঠিতে আবেদন জানিয়েছিলেন। আর বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান সে চিঠির ভুল ব্যাখ্যা দিয়েছেন বলে তোপ দাগান সাকিব।
'বারবার শুধু কথা হচ্ছে, আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। এটাই বলেছি।' - একটি অনলাইনের লাইভে এসে এমনটা বলেছিলেন এ অলরাউন্ডার।
পাশাপাশি সম্প্রতি হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বাংলাদেশের পাইপলাইনের খেলোয়াড় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। এইচপি ইউনিট ঠিকভাবে কাজ না করায় ক্রিকেটার বের হচ্ছে না বলে মন্তব্য করেন সাকিব। সবমিলিয়ে তার মন্তব্য ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।
আর এ অবস্থার মধ্যেই বাংলাদেশ সময় রাত ২টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পা রাখবেন সাকিব। তবে ঢাকায় কতো দিন থাকবেন তা অবশ্য জানা যায়নি। আগামী ৯ এপ্রিল আইপিএলের পর্দা উঠছে। তাই খুব শীগগিরই কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।
Comments