শাল্লায় সাম্প্রদায়িক হামলার তদন্ত করবে ঘাতক দালাল নির্মূল কমিটি ও সংসদীয় ককাস
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার তদন্ত করবে ঘাতক দালাল নির্মূল কমিটি এবং আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস। এর জন্য যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে জাতীয় তদন্ত কমিশন।
সাত সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিশনে রয়েছেন–বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক (চেয়ারপারসন), রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফজলে হোসেন বাদশা, মানবাধিকার নেত্রী আরমা দত্ত, নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও তুরিন আফরোজ (সদস্য সচিব)।
এই কমিটি এক মাসের ভেতর সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেবে। সংবাদ সম্মেলনে সেই প্রতিবেদন প্রকাশ করা হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক আন্তর্জাতিক ওয়েবিনার থেকে জাতীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে।
শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার। আলোচনায় অংশ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সমাজকর্মী আরমা দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য উষাতন তালুকদার প্রমুখ।
Comments