রূপগঞ্জে পলিথিনে গ্যাস ব্যবহারকারীদের সংযোগ বিচ্ছিন্ন

দ্য ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পলিথিনে গ্যাস সংরক্ষণ করে রান্নার কাজে ব্যবহারকারীদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
Narayanganj.jpg
কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা ও চনপাড়া এলাকায় তিতাসের একটি প্রতিনিধি দল অভিযান চালিয়ে অবৈধ সংযোগের মূল পাইপ কেটে বিচ্ছিন্ন করে। ছবি: স্টার

দ্য ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পলিথিনে গ্যাস সংরক্ষণ করে রান্নার কাজে ব্যবহারকারীদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা ও চনপাড়া এলাকায় তিতাসের একটি প্রতিনিধি দল অভিযান চালিয়ে অবৈধ সংযোগের মূল পাইপ কেটে বিচ্ছিন্ন করে।

এসময় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জনকে অর্থদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁও জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর-রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কায়েতপাড়া এলাকায় আমরা অভিযান চালিয়েছি। তবে এলাকার লোকজন সব সরিয়ে ফেলেছে (পলিথিনে গ্যাস সংরক্ষণ)। আমরা কাউকে হাতেনাতে ধরতে পারিনি।’

স্থানীয়রা পলিথিনের বেলুনে গ্যাস সংরক্ষণ করে রান্নার কাজে ব্যবহার করেন। ছবি: স্টার

তিনি জানান, তিনটি বাড়ির সামনে অবৈধ গ্যাসের রাইজার পেয়ে তাদের প্রত্যেককে তিন হাজার করে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‘রাইজার বন্ধ করে দিয়ে তিন ইঞ্চি পাইপ লাইন ২০ ফিটের মতো আমরা তুলে নিয়ে এসেছি’, বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘এ এলাকায় অবৈধভাবে গ্যাস নিচ্ছে লোকজন আর যেভাবে ব্যবহার করছে, তা পুরো এলাকার মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এটা বড় কোনো ঘটনার জন্য বড় হুমকি। এজন্য চনপাড়া ব্রিজের পাশ থেকে অবৈধ সংযোগ নেওয়ার লাইনটি বিচ্ছিন্ন করা হয়।’

বাড়িঘরের ভেতর, বারান্দায়, ছাদে, গাছে রঙ-বেরঙের বড় লম্বাটে পলিথিনের বেলুনগুলো বিশেষভাবে বেঁধে রাখা হয়েছে। ছবি: স্টার

কারা অবৈধ সংযোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে মো. মিজবাহ-উর-রহমান বলেন, ‘আমাদের কাছে সঠিক তথ্য নেই কারা অবৈধ সংযোগ দিয়েছে। তারপরও আমরা খোঁজ করছি। নামের তালিকা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনর (ভূমি) আফিফা খাঁন, ভিজিল্যান্সের জিএম সাইফুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জের ডিএমডি প্রকৌশলী মমিনুল হক, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির, সোনারগাওঁ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন:

রূপগঞ্জের গ্রামে গ্রামে পলিথিনের বেলুনে রান্নার গ্যাস!

Comments

The Daily Star  | English
Dhaka Battery-Powered Rickshaw Restrictions

Traffic police move against battery-run rickshaws on major roads

The move has brought some relief to commuters, as the high-speed rickshaws have been causing accidents.

2h ago