করোনাভাইরাস

মৃত্যু ২৭ লাখ ২২ হাজার, আক্রান্ত ১২ কোটি ৩৬ লাখের বেশি

জার্মানিতে করোনা পরীক্সার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ৪ মার্চ ২০২১। ছবি: রয়টার্স

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৭ লাখ ২২ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৩৬ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটির বেশি মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সোয়া ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ৮২৫ জন এবং মারা গেছেন ২৭ লাখ ২২ হাজার ৪৩১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৯৭ হাজার ১২২ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২০ লাখ ৪৭ হাজার ৫২৬ জন, মারা গেছেন দুই লাখ ৯৫ হাজার ৪২৫ জন। সুস্থ হয়েছেন এক কোটি ছয় লাখ ১১ হাজার ৫৯৫ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৭৯৬ জন, মারা গেছেন এক লাখ ৬০ হাজার ১৬৬ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ১১ লাখ ৮১ হাজার ২৫৩ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৯৮ হাজার ২৩৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৯৭ হাজার ১৬০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪০ হাজার ২৫৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৭২০ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৩ হাজার ৮৫৯ জন।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

11h ago