জীবন শঙ্কায় ওমর সানীর জিডি, ভিত্তিহীন বললেন প্রযোজক

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন। এমন অভিযোগে গুলশান থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ওমর সানী।
omar sani
অভিনেতা ওমর সানী। ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন। এমন অভিযোগে গুলশান থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ওমর সানী।

চলচ্চিত্রের সংগঠন ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডে’র অফিসে তিনি প্রাণনাশের হুমকি দিয়েছেন জানিয়ে দ্য ডেইলি স্টারকে ওমর সানী বলেন, ‘গত রোববার রাত ১০টার দিকে ফিল্ম ক্লাবে এসে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। তারপর এক জরুরি বৈঠকে বসে উপস্থিত সদস্যরা আগামী ছয় মাসের জন্য ইকবালের সদস্য পদ স্থগিত ও ক্লাবে তার প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।’

তিনি আরও বলেন, ‘সবার পরামর্শ নিয়ে সেই প্রযোজকের নামে গুলশান থানায় সাধারণ ডায়েরিও করেছি।’

ফেসবুকে লাইভে এসে প্রযোজক ইকবাল হোসেন বলেন, ‘আমি কিছু অনিয়মের কথা বলেছিলাম। তাই তিনি রেগে গেছেন। আমি তাকে (ওমর সানি) গালি বা প্রাণনাশের হুমকি দেইনি। আমার বিরুদ্ধে যে জিডিটি করেছেন তা একেবারে ভিত্তিহীন।’

Comments

The Daily Star  | English

'No justice in either country': Rohingya refugees face looting on both sides of the border

The most recent arrivals are staying with the relatives at the camp sharing their limited daily rations provided by the UN agencies.

1h ago