সদরঘাটে ফলের নৈশকালীন পাইকারি বাজার

রাজধানীর সদরঘাট এলাকায় অবস্থিত বাদামতলী ফল মার্কেট এলাকায় সারাদিন ধরে চলা ফল বেচাকেনার হাটের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়ে থাকে। সেই যানজট নিরসনে ফল বিক্রির জন্যে নৈশকালীন পাইকারি বাজার উদ্বোধন করা হয়েছে।
ফলের নৈশকালীন বাজারের উদ্বোধন করা হয়।

রাজধানীর সদরঘাট এলাকায় অবস্থিত বাদামতলী ফল মার্কেট এলাকায় সারাদিন ধরে চলা ফল বেচাকেনার হাটের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়ে থাকে। সেই যানজট নিরসনে ফল বিক্রির জন্যে নৈশকালীন পাইকারি বাজার উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার রাত ৮টায় ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির আয়োজনে রাত্রিকালীন এই বাজারের উদ্বোধন করা হয়। নৈশকালীন বাজার উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। প্রতিদিন রাত ১০টায় শুরু হয়ে সকাল ৬টা পর্যন্ত চালু থাকবে এই বাজার।

উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘এই এলাকাটি ব্যবসায়িক। তবে, এখানে মিটফোর্ড হাসপাতাল ও সদরঘাট লঞ্চ টার্মিনাল অবস্থিত। মিটফোর্ড হাসপাতালে আগত সেবাপ্রার্থী ও সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় গমনাগমনকারী যাত্রীসাধারণের বাদামতলী এলাকায় যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। রাত্রিকালীন বাজার উদ্বোধনে মানুষের ভোগান্তি কমবে বলে কমবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘রাত্রিকালীন বাজারের সুবিধার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সিসিটিভি মনিটরিং চালু আছে। অর্থ লেনদেনে থানার সহযোগিতা প্রয়োজন হলে নিকটস্থ থানা কতৃক সব ধরনের সহযোগিতা করা হবে। রাত্রিকালীন কেনাবেচা চালুর ফলে ব্যবসায়ীরা দ্রুত ফল বাজারজাত করে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবে। এতে পাইকারদের ফল পরিবহনেও ভোগান্তি কমে আসবে।’

ডিএমপির কোতোয়ালি জোনের সহকারী উপ-কমিশনার মুহিত কবির সেরনিয়াবাত দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বর্তমানে দিনে কাভার্ডভ্যান ঢুকে এবং সড়ক আটকে রেখে কাভার্ডভ্যান থেকে পণ্য নামানো-ওঠানো হয়। সেই কাজ এখন শুধুই রাতে হবে। আর সড়ক আটকে কোনো কাজ এখন থেকে আর করা হবে না।’

Comments

The Daily Star  | English
BNP call's hartal

BNP calls 48-hr blockade from Wednesday

BNP today announced a fresh 48-hour countrywide blockade from Wednesday morning

27m ago