রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের দাবি বিএনপির
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের অগ্নিকাণ্ডের ঘটনা যথাযথভাবে তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।
গতকাল মঙ্গলবার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত দাবি করে বিবৃতি দিয়েছেন বিএনপির বৈদেশিক যোগাযোগ কমিটির (ইআরসি) চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি মানবিক কারণে তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে যেসব স্বেচ্ছাসেবক জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণে এনেছেন, তাদেরকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘১১ লাখ রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারের বৈধ নাগরিক। জোর করে তাদেরকে নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে। যা একটি ক্ষুদ্র জাতিসত্তাকে নির্মূল করার চরম বহিঃপ্রকাশ। বাংলাদেশ মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিলেও নাগরিক অধিকারসহ রোহিঙ্গাদের গ্রহণ করতে মিয়ানমারকে বাধ্য করাই এই সমস্যার সমাধান।’ সংশ্লিষ্ট সকল পক্ষসহ আন্তর্জাতিক মহল কর্তৃক রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর সম্মিলিত চাপ প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
Comments