বড় জাহাজ আটকে বন্ধ সুয়েজ খাল

বিশাল আকারের একটি মালবাহী জাহাজ আটকে পড়ায় মিশরের সুয়েজ খালের জলপথটি বন্ধ হয়ে গেছে।
আটকে পড়া ‘এভারগ্রিন’কে সরানোর চেষ্টা করা হচ্ছে। ছবি: রয়টার্স

বিশাল আকারের একটি মালবাহী জাহাজ আটকে পড়ায় মিশরের সুয়েজ খালের জলপথটি বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটিতে গতকাল স্থানীয় সময় ভোরে লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়ার সময় দুই লাখ টনের একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়।

এতে পেছনে থাকা আরও ১৫টি জাহাজ, যেগুলো নোঙ্গর ফেলার অপেক্ষায় ছিল, আটকে গিয়ে গোটা জলপথে জট তৈরি হয়।

২০১৮ সালে নির্মিত মালবাহী জাহাজটি পরিচালনা করে তাইওয়ানের পরিবহন প্রতিষ্ঠান এভারগ্রিন মেরিন। এটি নেদারল্যান্ডের রটারড্যাম বন্দরে যাচ্ছিল।

‘এভারগ্রিন’ নামের ওই জাহাজটি ৪০০ মিটার দীর্ঘ ও ৫৯ মিটার প্রশস্ত। এর ধারণক্ষমতা দুই লাখ টনেরও বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, জাহাজটি পুরো জলপথ আটকে দিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, তাত্ক্ষণিকভাবে মন্তব্যের জন্য সুয়েজ খাল কর্তৃপক্ষের (এসসিএ) কাছে পৌঁছানো যায়নি।

তবে গত বছর এসসিএ জানিয়েছিল, ২০২০ সালে প্রায় ১৯ হাজার জাহাজ বা প্রতি দিন গড়ে ৫১ দশমিক পাঁচটি জাহাজ সুয়েজ খাল দিয়ে চলাচল করেছে।

দেড়শ বছরেরও বেশি পুরানো সুয়েজ খাল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট। মোট আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের প্রায় ১০ শতাংশ এ রুট ব্যবহার করে হয়।

খালটি মিশরের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের বরাতে বিবিসি জানায়, পূর্ণ জোয়ারের সময় জাহাজটিকে আড়াআড়ি অবস্থান থেকে সোজা করা না গেলে মাল নামিয়ে তা করতে হবে। এতে কয়েকদিন লেগে যেতে পারে।

Comments

The Daily Star  | English
Indian Padma Vibhushan industrialist Ratan Tata dies at 86

Ratan Tata passes away

India’s top industrialist and Tata Sons Chairman Emeritus Ratan Tata died in a hospital in Mumbai last night, the company said.

7h ago