'জুভেন্টাসে সুখেই আছেন রোনালদো'

চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষাকৃত দুর্বল পোর্তোর বিপক্ষে হারের পর থেকেই সমালোচনার শুরু। জুভেন্টাসের ব্যর্থতার দায় যেন ক্রিস্তিয়ানো রোনালদোর কাঁধে তুলেই শান্তি খুঁজে নিচ্ছেন সমালোচকরা। অনেকেই মৌসুম শেষে তাকে অন্য কোনো ক্লাবে দেখছেন। তবে তুরিনের ক্লাবটিতে রোনালদো সুখেই আছেন বলে জানিয়েছেন আলভারো মোরাতা। পাশাপাশি নিজেও সুখে আছেন বলে জানিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা এ ফরোয়ার্ড।
ronaldo juventus
ছবি: টুইটার

চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষাকৃত দুর্বল পোর্তোর বিপক্ষে হারের পর থেকেই সমালোচনার শুরু। জুভেন্টাসের ব্যর্থতার দায় যেন ক্রিস্তিয়ানো রোনালদোর কাঁধে তুলেই শান্তি খুঁজে নিচ্ছেন সমালোচকরা। অনেকেই মৌসুম শেষে তাকে অন্য কোনো ক্লাবে দেখছেন। তবে তুরিনের ক্লাবটিতে রোনালদো সুখেই আছেন বলে জানিয়েছেন আলভারো মোরাতা। পাশাপাশি নিজেও সুখে আছেন বলে জানিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা এ ফরোয়ার্ড।

টানা সাত মৌসুমে সিরি আর শিরোপা জিতে আসা জুভেন্টাস যখন যখন চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পাচ্ছিল না, তখন এ আসরের সেরা তারকা রোনালদোকে দলে টানে দলটি। কিন্তু আদতে হয়েছে তার উল্টো। আগে যাও সেমি-ফাইনাল কিংবা ফাইনালে খেলত দলটি, সেখানে দ্বিতীয় রাউন্ড কিংবা কোয়ার্টার ফাইনালেই থামছে তাদের দৌড়। তাও লিঁও, পোর্তোর মতো দুর্বল প্রতিপক্ষদের কাছে হেরে। তাতেই বিরক্ত সমর্থকরা।

আর দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হতাশ হওয়ার কথা রোনালদোর। সেখানে বাড়তি শুনতে হচ্ছে সমালোচনা। তাই রোনালদো ইতালি ছাড়তে পারেন বলেই গুঞ্জন চড়া। তবে বিষয়টি এড়িয়ে গেছেন মোরাতা, 'সত্যি বলতে কি আমরা ফুটবল ছাড়া সবকিছু নিয়েই কথা বলি। মাঠে আমরা একত্রে অনেক সময় কাটাই। চাপ নিয়ে এবং কৌশলগত আলোচনা করি। তবে যখন আমরা বাইরে যাই তখন ফুটবল নিয়ে কথা হয় না। আমাদের আলোচনায় থাকে সাম্প্রতিক ইস্যু, বিশ্ব, রাতের খাবার...।'

তবে ক্লাবে অসুখী হয়ে পড়েছেন এমনটা মানতে নারাজ এ স্প্যানিশ ফরোয়ার্ড, 'সে (রোনালদো) সাধারণত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে অভ্যস্ত। সে হয়তো অন্য ক্লাবেও একই রকম থাকতো। এটা জুভেন্টাসের সমস্যা না। সে দলের সঙ্গে সুখেই আছে কিন্তু সে সবকিছু জিতে অভ্যস্ত। তাই হেরে যাওয়ার পর তার রাগ করা স্বাভাবিক। আমার মনে হয় সে এখানে সুখেই আছে। জুভেন্টাস এবং আমিও চাই সে যেন থেকে যায়।'

শেষ নয় মৌসুমের সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস এবার হয়তো শিরোপা হাতছাড়া করতে যাচ্ছে। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। এটাকে জুভেন্টাসের ব্যর্থ মৌসুম বলছেন অনেকেই। এ নিয়েও সমালোচনা হচ্ছে। কিন্তু এমনটা মনে করছেন না মোরাতা, 'তারা সবাই আমাদের সমালোচনা করছে। অবশ্যই এটা আমাদের বিরক্ত করছে। আমি এই সমালোচনার কারণ জানি এবং ক্রিস্তিয়ানোও জানে। ক্রিস্তিয়ানো কে তা আমাকে ব্যাখ্যা করতে হবে না, সে সবসময় জুভেন্টাসের জার্সিতে জিততে চায়। আমরা একটি দল এবং আমরা সুপারকোপা জিতেছি এবং আশা করছি কোপা ইতালিয়াও জিতব। এটা বাজে কোনো মৌসুম নয়।'

এদিকে মোরাতাকে অ্যাতলেতিকো থেকে ধারে ইতালিতে পাঠানোয় সন্তুষ্ট ছিলেন না বলে গুঞ্জন রয়েছে। সে গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন তিনি, 'যখন আপনি ধারে থাকবেন তখন অনেক ক্লাবই থাকবে। আপনার মতামত কোনো ব্যাপার না। আমার একটি চুক্তি রয়েছে এবং মৌসুম শেষে তারা আমার সঙ্গে এ নিয়ে কথা বলবে। বর্তমানে, আমি এসব নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা করছি না। আমি জুভেন্টাসে সুখেই আছি, আমরা নতুন প্রজেক্টের শুরুতে আছি এবং আমি সুখে আছি।'

Comments

The Daily Star  | English

Inflation eases to 10.49% in August  

Inflation declined to 10.49 percent in August from 11.66 percent in July, according to data released today by the Bangladesh Bureau of Statistics

1h ago