ভারতের ১৮ রাজ্যে করোনার ‘ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট’
ভারতে করোনাভাইরাসের একটি নতুন ‘ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট’ পাওয়া গেছে। নতুন এই ভ্যারিয়েন্টের করোনাভাইরাস ১৮টি রাজ্যে শনাক্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই নতুন প্রকারের করোনাভাইরাসে দুই বার মিউটেশন ঘটেছে। তবে নতুন এই ভ্যারিয়েন্টের কারণেই দেশটিতে করোনার দ্বিতীয় ডেউ আছড়ে পড়ছে কি না সে বিষয়ে স্পষ্ট করেনি ভারত সরকার। দেশটিতে আজ নতুন করে ৪৭ হাজার ২৬২ জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানা গেছে। মারা গেছেন ২৭৫ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধির পেছনে বিভিন্ন বৈচিত্র্য দেখা গেছে। নতুন ধরনের এই করোনাভাইরাসে দুই বার মিউটেশন ঘটেছে। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের ভ্যারিয়েন্ট থেকে এটি আলাদা প্রকৃতির।
নতুন ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্টটি শনাক্ত করেছে ইন্ডিয়ান সার্স-কোভি-২ জিনোমিক্স কনসোর্টিয়াম। আন্তর্জাতিক পর্যটক ও অভ্যন্তরীণ নমুনার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করছে।
Comments